0 %

Thanks a lot for being with us!
We are re-constructing our website!
Sorry for this temporary inconvenience
We are coming to you with a fresh look and design from 1 January 2022!
Till then! Stay connected!

Apni Janen Ki?

ভূমিকম্প আসার ৫ দিন আগে থেকেই ৭৫ মাইল পর্যন্ত দূর থেকেই এর আগমনী বার্তা টের পায় সাপ
বিশ্বের প্রথম যে ব্যক্তিকে গতির জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিলো, তার বাহনের গতি ছিলো ঘন্টায় ৮ মিটার ।
জিন্সের প্যান্টের পকেটের ভেতরে আরেকটি ছোট পকেট দেয়া থাকে ঘড়ি রাখার জন্য ।
বেশিরভাগ লিপস্টিকের একটি বিশেষ উপাদান মাছের আঁশ
দন্তচিকিৎসা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম পেশা
যখন চাঁদ ঠিক আপনার মাথার ওপর থাকে, তখন আপনার ওজন হালকা কমে যায় ।
উটের চোখে তিনটি পাপড়ি রয়েছে যা উটের চোখকে বয়ে যাওয়া বাতাসে থাকা বালি থেকে রক্ষা করে ।
ঠাণ্ডা পানির চেয়ে গরম পানি দ্রুত বরফে পরিণত হয় ।
কাউকে ২০ সেকেন্ডের বেশি সময়ের বেশি সময় ধরে জড়িয়ে ধরে থাকলে দুজনের শরীরে অক্সিটোসিন নামক একটি হরমোন নিঃসৃত হয় । এতে তাদের একে অপরের প্রতি ভালোবাসা বাড়ে, সেই সাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায় ।
অনেকের ধারনা শামুকের দাঁত নেই অথচ শামুকের পঁচিশ হাজার দাঁত রয়েছে ।
আপনি ৮ বছর ৬মাস ৭দিন একটানা চিৎকার করলে যে পরিমাণ শক্তি নির্গত হবে তা দিয়ে অনায়াসে এক কাপ কফি বানানো যাবে ।
একটি তেলাপোকা মাথাছাড়া ৯ দিন পর্যন্ত বাঁচতে পারে । এরপরও তারা মাথাহীনতার জন্য মারা যায় না । মারা যায় খাদ্যাভাবে ।
কুকুরের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে ২৮০০০ গুণ বেশি
সিডকা পোকা একটানা ১৭ বছর মাটির নিচে ঘুমায় তারপর মাটি থেকে বেড়িয়ে এসে চিৎকার করতে করতে ৩ দিনের মাথায় মারা যায় ।
একমাত্র স্ত্রী মশা-ই মানুষের রক্ত খায় ।
এই বিশ্বে স্থায়ী কোন কিছুই না । এমনকি আমাদের সমস্যাগুলোও না ।
বর্ষাকালে শুধু পুরুষব্যাঙই ডাকে আর তা শুনে কাছে আসে স্ত্রী ব্যাঙ ।
প্রাণীদের মধ্যে বিড়াল সবচেয়ে বেশি (দৈনিক ১৮ ঘন্টা) ঘুমায় ।
ডায়েট কোকাকোলা পানিতে ঢাললে তা পানির ওপর ভেসে থাকবে আর সাধারণ কোকাকোলা পানিতে ভেসে থাকবে ।
বিশ্বের সবচেয়ে বেশি আত্মহত্যা হয় সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজে ।
বিল ক্লিনটন তার প্রেসিডেন্সির ৮ বছরে মাত্র দুটি ইমেইল নিজে সেন্ট করেছিলেন ।
সিঙ্গাপুরকে বলা হয় সিংহের শহর বা লায়ন সিটি । অথচ বাস্তবে গোটা সিঙ্গাপুরে একটি সিংহও নেই ।
এক বক্স তাসের ৪টি রাজা ইতিহাসের ৪জন রাজার প্রতীক । তারা হলেনঃ রাজা দাউদ, আলেকজান্ডার, জুলিয়াস সিজার এবং শ্যার্লিম্যান ।
মধ্যযুগে আলকেমিরা বিভিন্ন ধাতুকে স্বর্ণে রুপান্তরিত করার ব্যর্থ প্রয়াস চালিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছিলো । তাদের দ্বারা অনুপ্রাণিত হয়েই কি না তা জানা যায় নি, স্যার আইজ্যাক নিউটন-ও একই প্রচেষ্টা চালিয়েছিলেন ।
তুলনামূলক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী হলো পিঁপড়া যে নিজের ওজনের ৯ গুণ বেশি ওজন বহন করতে পারে ।
সাগর মহাসাগরের তলদেশে যত সোনা পড়ে আছে তা যদি সব উত্তোলন করে পৃথিবীর সব মানুষের মধ্যে বিলিয়ে দেয়া হয়, তাহলে প্রতিটি মানুষের ভাগে পড়বে ২০ কেজি সোনা ।
অধিক মেয়েদের পাশের বসার জন্য বিল গেটস তার আসন বিন্যাসের প্রোগ্রাম কোড পরিবর্তন করে দিয়েছিলেন ।
পোল্যান্ডে বৈবাহিক সম্পর্ক ৫০ বছর হলে সেই দম্পতিকে প্রেসিডেন্ট পদক দেয়া হয় ।
হাঙ্গরের কোন রোগ ব্যাধি হয় না ।
পিক্সেলের হিসেবে মানুষের চোখ ৫৭৬ মেগাপিক্সেল ।
নারীদের তুলনায় পুরুষেরা ছোট ছোট অক্ষর বেশি ভালো পড়তে পারে আর পুরুষের তুলনায় নারীদের শ্রবনশক্তি বেশি ভালো ।
কম্পিউটারের সাথে ব্যাবহারের জন্য মাউস প্রথম আবিষ্কার করেন দৌগ্লাস ইংলেবার্ট নামক এক ব্যক্তি ১৯৬৪ সালে যা বানানো হয়েছিলো কাঠ দিয়ে ।
টেলিফোনের আবিষ্কারক আলেকজেন্ডার গ্রাহামবেল কখনোই তার মা এবং বোনকে ফোন করেন নি কারণ তারা দুজনেই ছিলেন বধির।
কোকাকোলার প্রস্তুত প্রণালি সারাবিশ্বে মাত্র ২ জন জানেন এবং তাদের একই বিমানে ভ্রমণ নিষিদ্ধ
হাঁচির বেগ ঘন্টায় ২৬১ মাইল এবং আপনি কখনোই চোখ খুলে হাঁচি দিতে পারবেন না ।
আপনার কি মনে আছে আজ থেকে ৩৩ দিন আগে এই সময় আপনি কি করছিলেন? বা ৩ বছর আগে এই দিনে আপনি কোন রঙের জামাটা পড়েছিলেন? বা গত মাসে ঠিক এই সময় আপনি কি করছিলেন? সম্ভব না তাই না? কিন্তু হাইপারথাইমেসিয়া রোগে আক্রান্ত ব্যাক্তিরা এইসব মনে রাখতে পারে । এ পর্যন্ত সারা পৃথিবীতে এ রোগে আক্রান্ত ৬১ জনকে পাওয়া গেছে ।
ছোটবেলা থেকেই আমরা জেনে আসছি যে সালটাকে ৪ দিয়ে ভাগ করা যায়, সেগুলোই লিপ ইয়ার । তাইতো? কিন্তু এর মাঝেও একটা ঝামেলা আছে । ১১০০, ১৩০০, ১৪০০, ১৫০০, ১৭০০, ১৮০০, ১৯০০ ইত্যাদি যে সালগুলো ৪ দিয়ে ভাগ করা যায়, ১০০ দিয়ে ভাগ করা যায়, কিন্তু ৪০০ দিয়ে না, সেগুল কিন্তু লিপ ইয়ার নয় । কেন জানেন? বলছি । আমরা জানি, পৃথিবী যে সময়ে সূর্যের চারপাশে একবার ঘুরে আসে তার উপরই ঋতুর পরিবর্তন ও অন্যান্য মহাজাগতিক ঘটনাবলীর পুনরাবৃত্তি নির্ভর করে। এর সময়কাল হচ্ছে প্রায় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড, অথচ প্রচলিত গ্রেগরীয় বর্ষপঞ্জিমতে বছর হিসাব করা হয় ৩৬৫ দিনে। এভাবে প্রতিবছর প্রায় ছয় ঘণ্টা সময় গোনার বাইরে থেকে যায় ও চার বছরে সেটা প্রায় এক দিনের সমান হয়। এই ঘাটতি পুষিয়ে নেয়ার জন্য প্রতি চার বছর পরপর ৩৬৬ দিনে বছর হিসাব করা হয়। কিন্তু অন্যদিকে পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরতে একদম নিখুঁতভাবে ৩৬৫.২৫ দিন সময় নেয় না, একটু কম নেয়। তাই দেখা গেছে যে চার বছর পর পর অধিবর্ষ ধরলে প্রতি চারশ বছরে ৩ দিন সময় বেশি ধরা হয়ে যায়। এই সমস্যার সমাধানের জন্য যেসব বছর ১০০ দ্বারা বিভাজ্য,কিন্তু ৪০০ দ্বারা নয় তাদের অধিবর্ষের তালিকা থেকে বাদ দেয়া হয়।[২] যেমন: ৪ দ্বারা বিভাজ্য হওয়া সত্ত্বেও ১৯০০ সাল অধিবর্ষ নয়। কারণ এটি ১০০ দ্বারা বিভাজ্য কিন্তু ৪০০ দ্বারা নয়। (সুত্রঃ উইকিপিডিয়া)
কখনো বিখ্যাত লিওনার্দো দা ভিঞ্চি এর আকা বিখ্যাত মোনালিসা ছবিটা ভালো করে খেয়াল করেছেন? মোনালিসার ভুরু নেই।
যদি রঙ না দেয়া হতো তবে কোকাকোলার রঙ নীল হতো।
ELGOOG লিখে গুগলে সার্চ দিলে প্রথমেই এমন একটা ওয়েবসাইট পাবেন, যেখানে সব কিছু উলটো।