সেলফি
রম্যুৎপত্তি(পর্ব-৩)
সেলফি
সেলফি
নাম তার শেফালী! বয়ফ্রেন্ড তার আক্কাইচ্চা । পেশায় শেফালী কাজের বুয়া, আর আক্কাইচ্চা শেফালী যে বাড়ির কাজের বুয়া সে বাড়িরই দারোয়ান । শেফালীর খুব শখ! সে আক্কাইচ্চার সাথে ছবি তুলবে । কিন্তু আফসোস! তারা দুজনে যদি একসাথে ছবি তুলতে চায় তবে ছবিটা তুলে দেবে কে? তাদের রিলেশন কাউকে জানানো যাবে না! জানালে দুইজনের চাকরিই অক্কা পাবে । আক্কাইচ্চার ছিলো সমস্যা । ফ আর ল আগে পরে করে ফেলতো । যেমন লাফ থেকে ফাল, ফালতু থেকে লাফতু, তেমনি শেফালি থেকে শেলাফি । শেফালি একদিন বলেছিলো শেলাফি কেমন যেনো শোনা যায়, তাই পরদিন থেকে আক্কাইচ্চা যেনো ওকে শেলফি বলেই ডাকে । যাই হোক! শেফালি আর আক্কাইচ্চার একসাথে ছবি তোলার শখ কিছুতেই মিটছে না । পেছনের ক্যামেরা দিয়ে চেষ্টা করলেও কখনো নাক কেটে যায়, তো কখনো চুল কেটে যায় । শেফালীর কথায় আক্কাইচ্চা পারি জমালো বিদেশ । সেখানে এক বিখ্যাত মোবাইল কোম্পানির মালিক আক্কাইচ্চার নানাতো খালু । নাম, ডি মেরো দ্যা মারা । মেরোকে আক্কাইচ্চা বলল, “মোর গালপেন শেলফির লগে পিচ তুলতে চাই! তয় পিছনের ক্যামেরা দিয়া তুলা যায় না! কি করুম মুই!” মেরো তখন অনেক চিন্তাভাবনা করে তার পরবর্তী মোবাইলের মডেলে যুক্ত করলেন এক নতুন ফিচার, সামনের ক্যামেরা দিয়ে ছবি তোলার ফিচার । আক্কাইচ্চার গালপেনের নামানুসারে সেভাবে ছবি তোলার পদ্ধতির নাম রাখা হয় শেলফি ।
বাসায় এসে আক্কাইচ্চা শেফালীর সাথে ছবি তুললো । তারপর বলল, “শেলফি শেলফি! এমনে ছবি তোলার পদ্ধতিরে তুমার নাম অনুযায়ী রাইখা দিছে শেলফি!” কথা শুনে শেফালী গেলো রেগে । বলল, “হারামজাদা! কুত্তার সাতশো বত্রিশ নাম্বার বাচ্চার বাপ! মোর নাম শেফালী! আর তুই কইসোস শেলফি! হারামজাদা! অল্পের লাইগা মোর নাম জনপ্রিয় হইলো না! হারামজাদা! ভাগ! তোর লগে বেরেকআপ!” তারপর ব্রেকআপ হয়ে গেলো আক্কাইচ্চা আর শেফালির ।কিন্তু উৎপত্তি করে গেলো শেলফি । পড়ে এটা মানুষের উচ্চারণের সুবিধার জন্য হয়ে গেছে সেলফি ।
(বিঃদ্রঃ এটি কেবল বিনোদনের জন্য নির্মিত, কেউ সত্যি ভেবে বসবেন না!)
বাসায় এসে আক্কাইচ্চা শেফালীর সাথে ছবি তুললো । তারপর বলল, “শেলফি শেলফি! এমনে ছবি তোলার পদ্ধতিরে তুমার নাম অনুযায়ী রাইখা দিছে শেলফি!” কথা শুনে শেফালী গেলো রেগে । বলল, “হারামজাদা! কুত্তার সাতশো বত্রিশ নাম্বার বাচ্চার বাপ! মোর নাম শেফালী! আর তুই কইসোস শেলফি! হারামজাদা! অল্পের লাইগা মোর নাম জনপ্রিয় হইলো না! হারামজাদা! ভাগ! তোর লগে বেরেকআপ!” তারপর ব্রেকআপ হয়ে গেলো আক্কাইচ্চা আর শেফালির ।কিন্তু উৎপত্তি করে গেলো শেলফি । পড়ে এটা মানুষের উচ্চারণের সুবিধার জন্য হয়ে গেছে সেলফি ।
(বিঃদ্রঃ এটি কেবল বিনোদনের জন্য নির্মিত, কেউ সত্যি ভেবে বসবেন না!)