0 %

Thanks a lot for being with us!
We are re-constructing our website!
Sorry for this temporary inconvenience
We are coming to you with a fresh look and design from 1 January 2022!
Till then! Stay connected!

টাইম ট্রাভেলার


অবিশ্বাস্য
টাইম ট্রাভেলার

চার্লি চ্যাপলিনের নাম শোনেন নি এমন মানুষ পাওয়া দুষ্কর । আর আপনারা জানেন কি? মোবাইল ফোন আবিষ্কার হয়েছিলো ১৯৭৩ সালে । ভাবছেন চার্লি চ্যাপলিনের সাথে মোবাইল আবিষ্কারের সম্পর্ক কি?
১৯২৮ সালে চার্লি চ্যাপলিনের “দ্যা সার্কাস” মুভির প্রচারণার সময় একটি ভিডিও ফুটেজ ধারণ করা হয় । সেই ভিডিও ফুটেজটি তখন খুব একটা নজরে না এলেও পরবর্তীতে সেই ফুটেজ নিয়ে তুমুল আলোচনা শুরু হয় । কারণ, সে ফুটেজে দেখা যাচ্ছে, একজন মহিলা হাতে মোবাইল ফোন নিয়ে কারো সাথে কথা বলছেন! অথচ সে সময় মোবাইল ফোন আবিষ্কারই হয় নি! অনেক খোঁজাখুঁজি করার পরও কোন পরিচয় মেলেনি সেই মহিলার । ভিডিও ভালো করে পর্যবেক্ষণ করেও দেখা গেছে মহিলা আসলেই কারো সাথে কথা বলছিলেন ফোনে । বিজ্ঞানীদের ধারণা, সেই মহিলা একজন টাইম ট্রাভেলার, যিনি ভবিষ্যৎ থেকে অতীতে ভ্রমণ করে ১৯২৮ সালে গিয়েছিলেন ।