আত্মার লেখা উপন্যাস
অবিশ্বাস্য
আত্মার লেখা উপন্যাস
জনপ্রিয় লেখক চার্লস ডিকেন্স "দ্যা মিস্ট্রি অফ এডভিয়ান ড্রুড নামে একটি উপন্যাস রচনায় কঠোর পরিশ্রম করা কালীন তার মৃত্যু ঘটে । ফলে তার উপন্যাস লেখা অসম্পূর্ণ-ই থেকে যায়। তার এই উপন্যাসটি চার্লস ডিকেন্স জুনিয়র সহ আরও অনেক লেখক ইতি টানার চেষ্টা করলেও সফল পরিসমাপ্তি কারো লেখায়ই পাওয়া যায় নি । ১৮৭৩ সালে টমাস জেমস নামক এক ব্যাক্তি যিনি ভারমেন্টের ছাপাখানার কারিগর তিনি এই উপন্যাসের এক অদ্ভুত সংস্করণ বের করেন । তিনি এক অদ্ভুত হস্তাক্ষর এর উদ্ভব ঘটান যা না তার নিজের, না চার্লস ডিকেন্সের । জেমস দাবি করেন কবর থেকে পাওয়া চার্লস ডিকেন্সের নির্দেশনা অনুযায়ি-ই তিনি এই উপন্যাস সম্পূর্ণ করেছেন । স্যার আর্থার কোনান ডয়েলের মতো আধ্যাত্মিকরাও জেমসকে সমর্থন করেছেন । অনেক মানুষ জেমসকে প্রতারক বললেও যুক্তরাষ্ট্রে ভালোই জনপ্রিয় হয়েছিলো, বরং যুক্তরাজ্যে এর জনপ্রিয়তা কম ছিলো । অবাক করা ব্যাপার, টমাস জেমস অনেক লোভনীয় অফার পাওয়ার পরও আরেকটি বই লিখতে পারে নি ।
আত্মার লেখা উপন্যাস
জনপ্রিয় লেখক চার্লস ডিকেন্স "দ্যা মিস্ট্রি অফ এডভিয়ান ড্রুড নামে একটি উপন্যাস রচনায় কঠোর পরিশ্রম করা কালীন তার মৃত্যু ঘটে । ফলে তার উপন্যাস লেখা অসম্পূর্ণ-ই থেকে যায়। তার এই উপন্যাসটি চার্লস ডিকেন্স জুনিয়র সহ আরও অনেক লেখক ইতি টানার চেষ্টা করলেও সফল পরিসমাপ্তি কারো লেখায়ই পাওয়া যায় নি । ১৮৭৩ সালে টমাস জেমস নামক এক ব্যাক্তি যিনি ভারমেন্টের ছাপাখানার কারিগর তিনি এই উপন্যাসের এক অদ্ভুত সংস্করণ বের করেন । তিনি এক অদ্ভুত হস্তাক্ষর এর উদ্ভব ঘটান যা না তার নিজের, না চার্লস ডিকেন্সের । জেমস দাবি করেন কবর থেকে পাওয়া চার্লস ডিকেন্সের নির্দেশনা অনুযায়ি-ই তিনি এই উপন্যাস সম্পূর্ণ করেছেন । স্যার আর্থার কোনান ডয়েলের মতো আধ্যাত্মিকরাও জেমসকে সমর্থন করেছেন । অনেক মানুষ জেমসকে প্রতারক বললেও যুক্তরাষ্ট্রে ভালোই জনপ্রিয় হয়েছিলো, বরং যুক্তরাজ্যে এর জনপ্রিয়তা কম ছিলো । অবাক করা ব্যাপার, টমাস জেমস অনেক লোভনীয় অফার পাওয়ার পরও আরেকটি বই লিখতে পারে নি ।