0 %

Thanks a lot for being with us!
We are re-constructing our website!
Sorry for this temporary inconvenience
We are coming to you with a fresh look and design from 1 January 2022!
Till then! Stay connected!

ব্যাঙ মানব


অবিশ্বাস্য
ব্যাঙ মানব

১৯৫৫ সালের কথা । এক জনৈক পথিক গাড়ি চালিয়ে রাস্তা দিয়ে আসবার সময় মার্কিন যুক্তরাষ্ট্রের লাভল্যান্ডে মিয়ামি নদীর ওপর কোন এক ব্রীজের নিচে একটা অদ্ভুত জন্তু দেখতে পান । জন্তুটা দেখতে ব্যাঙের মতো হলেও এটি দাঁড়িয়ে ছিল একদম মানুষের মতো । যদিও মতান্তরে রয়েছে তিনি জন্তুটিকে একটা অল্প আলোকিত ব্রীজের ওপর (সেখানে মিয়ামি নদী পার হবার জন্য বেশ কটি ব্রীজ রয়েছে ।) দেখতে পান ।
১৯৭২ সালের ৩ মার্চ লাভল্যান্ডের পুলিশ অফিসার রে শোকি মিয়ামি নদীর ধার দিয়ে গাড়ি চালানোর সময় হঠাৎ আনুমানিক ৩-৪ ফুট লম্বা এবং ২৩-৩৪ কেজি ওজনের একটা প্রাণী দেখতে পান । তার ভাষ্য মতে সেটি খাড়া মানুষের মতো দু পায়ে দাঁড়িয়ে রইলেও সেটি দেখতে ছিল ব্যাঙের মতো ।
এ ঘটনার ২ সপ্তাহ পর আরেকজন পুলিশ অফিসার মার্ক ম্যাথিউস আবার একই রকম প্রাণী দেখতে পান । তিনি প্রাণীটিকেগুলি করেন, কাছে যেয়ে দ্যাখেন এটি একটি লেজ বিহীন ইগুয়ানা এবং সেটাকে ট্রাংকে ভরে পুলিশ স্টেশনে নিয়ে যান । সেখানে শোকি-ও স্বীকার করেন এটিই তিনি গত দু সপ্তাহ আগে দেখেছিলেন । ম্যাথিউস তখন অনুমান করেন, হয়তো এই ইগুয়ানাটি কারো পোষা ছিল এবং বেশ বড় হয়ে যাওয়ায় হয়তো ছেড়ে দেয় এটাকে ।
যদিও অনেকের মতে ইগুয়ানার ঘটনাটি ম্যাথিউস লোকে যাতে তাকে নিয়ে হাসাহাসি না করে সে জন্য বলেছেন ।
ছবি- By Tim Bertelink - Own work, CC BY-SA 4.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=47617140