Polash's mom
কিরে, তুই কি উঠবিনা? কেডা জানি কল দিতাছে, ধরস না ক্যান?
কখন থেইকা কল দিতাছে । কি দরকার একটু দেখবি না?
হায়রে ফাকিবাজ বুয়া! ঘর একটু ভালমতো যদি মোছে! চিপায় চাপায় ময়লা পইড়াই আছে! এই বুয়া বাদ দেয়া লাগবো!
উহ! ঢং!
কিরে? খাইয়া যাবি না?
দেখসিস! বুয়া আজকেও আসে নাই! নাহ! এরে আর কামে রাখমু না ।
তোর বাপ গেছে বিদেশ, তো তোর সাথে কথা শেয়ার করবো না তো কি ওই সামনের দোকানদারের সাথে শেয়ার করবো?
হায়রে! বিয়ার আগেই এইসব বলতেছোস, বিয়ার পর যে কি হবে, আল্লাহই জানেন!
ওরে জমিদার! খাইয়া প্লেটটা ধুবি না!
বুয়া কইছি না ফাঁকিবাজ! বাদ দিয়া দিছি ১২ দিনের টাকা দিয়া । কাইল নতুন বুয়া আসার কথা । যদি না আসে!
যদি না আসে!
না আসলে তোর কপালে ভাত নাই ।
হ্যাঁ, এইবার ঠিক আছে । আর শোন! ওই ইশাদের জন্য তুই এতো জেলে যাস ক্যান?
ওরে আমার দরদি পোলা রে! বন্ধুর জন্য উনার সে কি মায়া! শোন! এই পোলার ভবিষ্যৎ গেছে ভালো! ওর জন্য যেন তোর ভবিষ্যৎ নষ্ট না হয়!
থাকতো না ।
যদির কথা নদীতে! তোরে আমি জন্ম দিছি না তুই আমারে জন্ম দিছোস যে এতো বেশি বোঝোস? বেশি পাকনামি করলে কিন্তু তোরে বাড়ি থেইকা বাইর কইরা দিমু বইলা রাখলাম!
খালা! ভালো কইরা মুইছো!
যাক বাইচা গেছোস! বুয়া আসছে, নাইলে তোরেই থালাবাসন ধোয়া লাগতো!
আচ্ছা যা! আর কমুনা, খুশি?
আচ্ছা খালা, আর আইজকা কিন্তু অনেক দেরি কইরা ফেলছো! ৩টা বাইজা গেছে, পরের দিন দেরি করবা না কিন্তু!
তা খালা কিছু খাবা নাকি?
কয় বাসায় কাজ কইরা আসলা?
ও । তাইলে তো খুব কষ্ট!
কোন বাসায়?
আর ভাল্লাগে না!
কি খালা, কাম কদ্দুর হইলো?
ও । খাওয়া দাওয়া করছো নাকি?
ও, তা আমার বাসায়েও একটু খাও!
ক্যান?
মানে! কে বলসে তোমারে?
ও ঝাল পাইলো কই? ওয় তো সকালে সেমাই দিয়া পরোটা খাইছে ।
কিরে, বুয়ারে কি বলছোস?
হুম । বিশ্বাস করলাম । তুই তো আবার বুয়ার ব্যাপরে কথা বলতেই পছন্দ করোস না!
ক্যান! তুই এই চিন্তা করোস ক্যান?
অ্যাঁহ! আমি ওই কাউন্সিলরের ট্যাকায় খাই না পড়ালেখা করি!
শোন! আমি একটু বাজারে যাইতেছি! তুই বাইরে যাইস না! খালার কাজ শেষ হইলে যাইস!
বা! বা! তুই নিচ্ছিস বুয়ার খোঁজ!
কি জানি, ওই তোর বুবলি আন্টির বাসায়ও কাজ করে । কল দিলাম উনারে, বলল তো আসে নাই! তা তুই হঠাৎ এই খবর জানতে চাইলি?
কিরে কি হইছে?
যাহ! আজাইরা বুয়া মানে?