0 %

Thanks a lot for being with us!
We are re-constructing our website!
Sorry for this temporary inconvenience
We are coming to you with a fresh look and design from 1 January 2022!
Till then! Stay connected!

বরফে জমা বালিকা



বরফে জমা বালিকা
১৯৮০ সালের ২০ ডিসেম্বর । জিন হিলিয়ার্ড নামক এক ১৯ বছর বয়সী তরুণী মাঝরাতে কোন এক বিশেষ কাজে বেড়িয়েছিলেন । সে সময় তাপমাত্রা ছিল প্রায় ২২ ডিগ্রী সেন্টিগ্রেড । কাজ শেষে তিনি গাড়ি নিয়ে যুক্তরাষ্ট্রের মিনেসোটার লেংবাইয়ের তুষার পড়া রাস্তা ধরে বাড়ির দিকে ফিরছিলেন । বাড়ির কাছাকাছি এসে সিদ্ধান্ত নিলেন বাকি রাস্তা তিনি পায়ে হেটে ফিরবেন । কিন্তু দুর্ভাগ্য তিনি বাড়ি পৌঁছাবার আগেই প্রচণ্ড শীতে জমে অজ্ঞান হয়ে যান । প্রায় ছয় ঘণ্টা তিনি বরফজমা রাস্তার মধ্যে পড়ে ছিলেন । সকালে তার পরিবারের লোকজন তাকে খুজে পেয়ে হাসপাতালে নিয়ে যান । সেখানে ডাক্তাররাও তার বাঁচার আশা ছেড়ে দেন প্রায় । জিনের মস্তিষ্কেরও বেশ ক্ষতি হয়েছিলো । তার শরীর বরফে জমে এতোটাই শক্ত হয়ে গিয়েছিলো যে শরীরে ইনজেকশনও ঢোকানো যাচ্ছিলো না । সবাই ধরেই নিয়েছিলো জিন মারা গেছে । কিন্তু অলৌকিকভাবে সবাইকে অবাক করে দিয়ে তিন দিন বাদেই হাত পা নাড়াতে থাকেন জিন । ছয় দিন পর তিনি হেটেই বাড়ি ফিরে যান হাসপাতাল থেকে । এবং ৪৯ দিনের চিকিৎসায় তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন । চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এটি একটি বেশ অলৌকিক ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে ।