সবুজ ভাই বোন
সবুজ ভাই বোন
ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে দ্বাদশ শতাব্দীর ঘটনা । উলপিট নামক একটি গ্রামে হঠাৎ একদিন আবির্ভাব হয় সবুজ রঙ-এর ভাই বোনের । সাফোকের এই উলপিট গ্রামের প্রবেশ মুখে এক নেকড়েকে ফাঁদে ফেলার গর্তে তাদের আবিষ্কার করা হয় । গ্রামের লোকেরা তাদের এনে নিজেদের কাছে রাখে । তারা প্রথম প্রথম ভীত থাকতো গ্রামের লোকেদের দেখে । তাদের পরনে ছিল অদ্ভুত পোশাক । তারা ভিন্ন এক দুর্বোধ্য ভাষায় কথা বলত । সবচেয়ে বড় ব্যাপার, তাদের গায়ের রঙ ছিল অদ্ভুত রকম সবুজ । কিছুদিন কেটে যাবার পর তাদের খিদে মেটানোর জন্য গ্রামের লোকজন যখন তাদের খেতে দেয়, তারা কিছুই খেতে পারে না । কিন্তু তারা যখনই খাবারের মাঝে শিমের বিজ খুজে পায়, তারা সেই বীজগুলোই শুধু খেতে থাকে । গ্রামের লোক বুঝতে পারে তারা শিমের বীজই খায় । এভাবে তারা সে গ্রামে বাস করতে থাকে । কিন্তু কিছুদিনের মধ্যে ছেলেটি বেশ রোগা এবং অসুস্থ হতে থাকে । তার মনমরা ভাবও কাটে না কিছুতেই । কিছুদিনে মধ্যে ছেলেটি মারা যায় । কিন্তু মেয়েটি বেচে থাকে । সে ধীরে ধীরে মানুষের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে থাকে, স্বাভাবিক খাবার গ্রহন করতে থাকে, ইংরেজি শিখতে থাকে, স্থানীয় লোকেদের দ্বারা খ্রিষ্টান ধর্মের শিক্ষা গ্রহন করতে থাকে, এমনকি অদ্ভুতভাবে ধীরে ধীরে তার গায়ের রঙ-ও সবুজ থেকে স্বাভাবিক মানুষের মতো হয়ে যায় । ভালোভাবে ইংরেজী শেখার পর তার কাছে তার আসল পরিচয়ে জানতে চাওয়া হলে সে জানায়, সে সেইন্ট মার্টিন নামক এর জায়গা থেকে এসেছে যেখানে সূর্যের আলো না থাকলেও সবসময় আলকিত থাকতো । সে জানায় সে ও তার ভাই শেষ তাদের সেইন্ট মার্টিনে গরু চরাচ্ছিল, তারা যে পথ ধরে এসেছে তা সে পথে কিভাবে তারা এসেছে তারা তা জানেও না । পথটি নাকি ছিল বেশ বিচিত্র, এবং সেখানে মিষ্টি একটা সুরও শোনা যাচ্ছিলো । পৃথিবীতে আসতেই সূর্যের আলোয় তারা সাময়িক অন্ধও হয়ে গিয়েছিলো । কীভাবে তারা হঠাৎ করে এখানে এসে পড়ল, তা বুঝে উঠবার আগেই গ্রামের লোকজন এসে তাদের উদ্ধার করে ।
এ বিষয় নিয়ে অনেক গল্প প্রচলিত আছে । কেউ বলে এটা সত্য, কেউ বলে মিথ্যে । কিন্তু এই অবিশ্বাস্য ব্যাপারের ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে নি ।