0 %

Thanks a lot for being with us!
We are re-constructing our website!
Sorry for this temporary inconvenience
We are coming to you with a fresh look and design from 1 January 2022!
Till then! Stay connected!

ড্যান্স মহামারী



ড্যান্স মহামারী

প্রায় পাঁচশ বছর আগের কথা । ১৫১৮ সালের জুলাই মাসের ঘটনা । মিসেস ক্রোফফেয়া নামের এক নারী হঠাৎ মাঝ রাস্তায় নাচতে শুরু করেন । প্রথম প্রথম ব্যাপারটা পথচারীরা ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলেও তা কিন্তু মোটেও স্বাভাবিক ছিল না । যা বোঝা গেলো যখন মহিলার কিছুতেই থামছিল না তা দেখে । এক সপ্তাহের মাথায় আরও ৩৪ জন ব্যাক্তি তার সাথে অবিরাম নাচা শুরু করে । এক মাসের মাথায় শত শত লোক সেই অবিরাম নাচে যোগ দেয় । যাদের মধ্যে ক্লান্তি, উচ্চরক্তচাপ ও হার্ট অ্যাটাকে প্রায় ৪০০ জন মানুষ প্রাণ হারায় । রোমান সাম্রাজ্যের অধীনে থাকা ফরাসি শহর স্টারসবুর্গে এ ঘটনা ঘটে । আক্রান্তের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে যদিও । তবে এ ঘটনার কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও বিজ্ঞান দিতে পারে নি । আর এক মাস ধরে অবিরাম নাচা মোটেও কারও পক্ষে সম্ভব না । করোনা মহামারীর এই সময় এসে এই ড্যান্স মহামারীর কথা আপনাকে ভাবাতে শুরু করবে । ভাবুন তো, এই করোনাই যদি ড্যান্স মহামারি হতো, তাহলে কি হতো?