দানের শক্তি
পৃথিবী সৃষ্টির সময় থরথর করে কাঁপছিল । আল্লাহ তা'আলা পৃথিবীকে কাঁপতে দেখে পাহাড় সৃষ্টি করলেন । পাহাড়গুলোকে তিনি এমনভাবে পেরেকের মতো গেড়ে দিলেন যে , পৃথিবী কাপা বন্ধ হয়ে গেলো । ফেরেশতা এই ঘটনা দেখে জিজ্ঞেস করলেন, 'ইয়া আল্লাহ! আপনি যে পাহাড়গুলো দিয়ে পৃথিবীর কম্পন থামিয়ে দিলেন, পাহাড়ের চেয়ে শক্ত কিছু কি আছে?' আল্লাহ তা'আলা বললেন, 'হ্যাঁ,পাহাড়ের চেয়েও শক্ত কিছু আছে । সেটি হচ্ছে লোহা ।' এবার ফেরেশতারা জিজ্ঞেস করলেন, "হে আল্লাহ! লোহার চেয়েও শক্ত কিছু আছে নাকি?" আল্লাহ তা'আলা বললেন, 'আছে, এর চাইতেও শক্ত জিনিস আছে । তা হল আগুন ।' (আগুন লোহাকে গলিয়ে দিতে পারে) এরপর ফেরেশতারা জিজ্ঞেস করলেন, 'হে আল্লাহ! এর চেয়েও শক্তিশালী কিছু আছে নাকি?' আল্লাহ তা'আলা বললেন, 'হ্যাঁ, এর চাইতেও শক্ত হচ্ছে বাতাস ।' (বাতাসে আগুন নিভে যায়) ফেরেশতারা জিজ্ঞেস করলেন, 'হে আল্লাহ! বাতাসের চেয়েও শক্তিশালী কিছু আছে নাকি?' আল্লাহ তা'আলা বললেন, 'হ্যাঁ আছে । বাতাসের চাইতেও শক্তিশালী হচ্ছে পানি ।' (সমস্ত পৃথিবী পানির ওপর অবস্থিত) এরপর ফেরেশতারা জিজ্ঞেস করলেন, 'হে আল্লাহ! পানির চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি?' আল্লাহ তা'আলা বললেন, 'আছে । পানির চাইতেও শক্তিশালী হচ্ছে ওই ব্যাক্তি এবং সেই ব্যাক্তির দান যিনি ডান হাতে দান করলে ডান হাতও টের পায় না ।'