0 %

Thanks a lot for being with us!
We are re-constructing our website!
Sorry for this temporary inconvenience
We are coming to you with a fresh look and design from 1 January 2022!
Till then! Stay connected!

জীবন ও শিক্ষা

শিক্ষিত হওয়া আগে নাকি মানুষ হওয়া? সব শিক্ষায় শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়?
কবিতাঃ জীবন ও শিক্ষা
লেখকঃ ইমন ইসলাম
পাঠকঃ সাদাত আলম প্রতীক

জন্ম নিষ্ট ভূমি
খুশিতে আত্মহারা
বাবা ব্যস্ত আলিঙ্গনে
মা কেঁদে সারা।
পরিবার পূর্ণ আহাল্লাদে
সবার আদরের মণি
দিন‌ যায় আমার কেঁদে কেঁদে
কেউ দেয়না বকুনি।
সুখ আমার সীমাহারা
কোনো চিন্তা নেই আর
আদর করছে সবাই আমায়
কেউ দেয়না মার
শরু করলাম শিক্ষা অর্জন
যেতে হয় বিদ্যালয়
শরু হলো ইচ্ছা বর্জন
এ যেন জমালয়।
বৃদ্ধি পেল শিক্ষার চাপ
ইচ্ছে গুলো নয়
বইয়ের পরে বইয়ের ধাপ
এতো শিক্ষা নয়!
বাবা-মায়ের স্বপ্ন বড়
চোখ অবাক তাকিয়ে রয়,
হতে বলে ডাক্তার ইঞ্জিনিয়ার
কিন্তু মানুষ নয়।
মূল্য আমার সার্টিফিকেট
মেধা মূল্যহীন
A এর পরে যোগটাই আসল
শিক্ষা অর্থহীন।
শ্রেণীর পরে শ্রেণি পার হয়,
শিক্ষা অন্তহীন
এত শিক্ষা অর্জন করেও
কেন আজ পরাধীন?
চার দেওয়াল আজ পার হয়েও
চার দেওয়ালেই বন্দী,
শিক্ষার নামে চুষে খাচ্ছে
নয়তো মরণ ফন্দি?
অহেতুক সব নিয়মকানুন
তবুও মানতে হয়,
ভালো নাকি মন্দ আমি?
চুল তার পরিচয়!
অপ্রাসঙ্গিক সব যুক্তিবিদ্যা
গড়িয়াছে প্রতিষ্ঠান।
তাদের এসব যুক্তি মতে
রবীন্দ্রনাথ অমহান?
শিক্ষা সবার সফল হবে
যদি আগে মানুষ হয়
নইলে এসব অর্থহীন
জীবনের অপচয় ।
মজুর শ্রমিক বিলিয়ে দিচ্ছে
মৃত্যুর নেই ভয়
কি লাভ হয়ে উচ্চপদস্থ?
যদি মা বৃদ্ধাশ্রমে পড়ে রয়?
শিক্ষা কখনো যোগ্যতা নয়
বরং একটি ধাপ,
ভুলভাবে বরণ করলে
এটিই হবে অভিশাপ।
আসল শিক্ষা করলে অর্জন
উন্মুক্ত হবে মন,
মনুষ্যত্ব বরন সবার ঊর্ধ্বে
বুঝার সক্ষমতাই জীবন।।