শোষিত শ্রেণি
কাজ করে একজন, নাম হয় অন্যের, কষ্ট করে একজন, ভোগ করে অন্যে
কবিতাঃ শোষিত শ্রেণী
লেখকঃ ইমন ইসলাম
আবৃত্তিতেঃ সাদাত আলম প্রতীক
নিঃস্বশোষী, ভগবিলাসী
জমিয়ে অসৎ ধন
স্বার্থ তাহার রহিল ঊর্ধ্বে,
শোষিত মানবগণ।
উচ্চ তাহার জীবন চলন
শ্রমিকরাই কারণ
বলিবে কথা তাহার বিরুদ্ধে
ডাকিয়া আনিছে মরণ ।
রঙ্গিন জীবন, স্বপ্নবরণ
ঘুরিবে পাহাড় বন
নিম্ন শ্রেনিকে পশু বানিয়ে
পশু করিবে পালন ।
শখ তাহার মিটিবে না
না মিটিবে মন,
হয়ে উচ্চ ধনবিলাসী
দেখিবে না সাধারণ ।
কর্ম তাহার করিবে মজুর
করিবে সকল কাজ
অথচ তাহার নামেই উন্নতি
অগ্রসর হবে সমাজ ।
নিম্নশ্রেণী ভাঙ্গিবে পাহাড়
গড়িয়া তুলিবে দালান
নির্যাতিত বিরতিহীন
পাবে না যোগ্য সম্মান ।
অবিচারে মরে, যায় না সরে
কাজ করে পাহাড় তুল্য
পায়না সে ভাত, বলিলে আঘাত
পায়না মানবমূল্য ।
নিম্ন আহার অত্যাচার
নিত্যদিনের সঙ্গী তার
এতেই জীবন, এতেই মরণ
অত্যাচারিত জীবনভার ।